সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের নব নির্বাচিত এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজকে আনন্দঘন পরিবেশে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে। রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে শনিবার প্রায় দিনভর সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ’র সভাপতিত্বে এ সভায় সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় সঞ্চালনা করেন। এ সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রায়গঞ্জ প্রেসক্লাব, আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এমপিকে ফুল ও ক্রেস্ট দিয়ে গণ-সংবর্ধনা জানানো হয়।
এসময় নবনির্বাচিত এমপি ফুলে ফুলে সিক্ত হন এবং তিনি দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ অনুষ্ঠান শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।